অন্যান্য বার ১৫ অগস্টের সকাল থেকেই নানা ব্যস্ততা থাকত তাঁর৷ রাজ্যের মন্ত্রী, বিধায়ক হিসেবে স্বাধীনতা দিবসে বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন, রেড রোডের সরকারি অনুষ্ঠানে অংশ নিতে হত তাঁকে৷ কিন্তু এ বছর প্রেসিডেন্সি জেলের আবাসিক হিসেবে সংশোধনাগারের পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নিলেন পার্থ চট্টোপাধ্যায়৷
প্রেসিডেন্সি জেলে এই মুহূর্তের মোট বন্দির সংখ্যা ২৫৫৯৷ তাদের মধ্যে অনেক কুখ্যাত দুষ্কৃতী যেমন রয়েছে, রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট বন্দিরাও৷ সূত্রে খবর, স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন জেলের কমবেশি প্রায় সব আবাসিকই সকালে পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন৷ তাঁদের মধ্যে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ও৷
জানা গিয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আজ প্রেসিডেন্সি জেলে মধ্যাহ্নভোজে বিশেষ মেনু থাকছে৷ সূত্রের খবর, আজ দুপুরে জেলের আবাসিকদের জন্য থাকছে ভাত, মাছের মাথা দিয়ে মুগডাল, আলু পটলের তরকারি, কাতলা মাছের কালিয়া, আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি এবং দু’টি করে মিষ্টি৷ পার্থ চট্টোপাধ্যায়ের খাওয়া দাওয়া নিয়ে অবশ্য চিকিৎসরা বিধিনিষেধ জারি করে রেখেছেন৷
যদিও স্বাদ বদলের জন্য মাঝেমধ্যে প্রাক্তন মন্ত্রীকে কিছুটা ছাড় দিয়েছেন চিকিৎসকরা৷ তাই জেলে বন্দি হলেও স্বাধীনতা দিবসের মধ্যাহ্নভোজটা মনের মতোই করতে পারবেন প্রাক্তন মন্ত্রী৷ তবে তিনি পায়ে ব্যথা সহ বেশ কিছু সমস্যায় ভুগছেন বলে তাঁকে কয়েকটি ব্যায়ামেরও পরামর্শ দিয়েছেন এসএসকেএম-এর চিকিৎসকদের একটি দল।