এবার নেতাজির অন্তর্ধান রহস্য সমাধানের জন্য বড় পদক্ষেপের কথা বললেন খোদ তাঁর কন্যা অনিতা বসু পাফ। আজ দেশের স্বাধীনতা দিবসে নিজের ইচ্ছার কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি চাই আমার বাবার চিতাভষ্ম তাঁর মাতৃভূমিতে ফিরে আসুক।’
প্রসঙ্গত, জাপানের রেনকোজি মন্দিরে সংরক্ষিত চিতাভষ্ম নেতাজি সুভাষচন্দ্র বসুরই বলে মনে করেন তাঁর একমাত্র সন্তান অনিতা। তাঁর মতে, ‘টোকিয়োর রেনকোজি মন্দিরে সংরক্ষিত চিতাভষ্ম আমার বাবার এই বিষয়ে আমি নিশ্চিত। এই দেহাবশেষের ডিএনএ পরীক্ষা করাতেও আমি প্রস্তুত। যারা রেনকোজি মন্দিরে সংরক্ষিত চিতাভষ্ম নেতাজিক কিনা তা নিয়ে এখনও সংশয় প্রকাশ করেন, ডিএনএ পরীক্ষা হলে তাঁরাও বৈজ্ঞানিক প্রমাণ পেয়ে যাবেন।’ ১৯৪৫ সালে তাইহোকুর বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে হাজারো বিতর্ক রয়েছে। অনেকেই মনে করেন ওই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি। সেই বিতর্ক শেষ হওয়া উচিত বলেই মনে করেন নেতাজির কন্যা।
এর আগেও রেনকোজি মন্দিরে সংরক্ষিত চিতাভষ্ম ভারতে ফেরানোর প্রস্তাব দিয়েছেন নেতাজির সুভাষচন্ত্র বসুর একমাত্র সন্তান অনিতা বসু পাফ। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে অনিতা বলেন, ‘নেতাজির স্বপ্ন ছিল স্বাধীন ভারতে ফিরে আসা। একমাত্র সন্তান হিসেবে আমি চাই নেতাজির সেই স্বপ্ন এভাবে হলেও পূরণ করা হোক।’ তিনি আরও বলেন, ‘নেতাজির জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল ভারতের স্বাধীনতা। বিদেশি শাসকমুক্ত ভারতে থাকবেন এটাই ছিল নেতাজির প্রত্যাশা। তবে তিনি স্বাধীনতার আনন্দ উপভোগ করতে পারেননি। এখনই সময় তাঁর চিতাভষ্ম দেশে ফেরানো হোক।’