বিহারের পালাবদলে বড় ভূমিকা নিয়েছে তাঁর দল আরজেডি। তাঁদের সমর্থনেই জোট সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন নীতিশ কুমার। এই আবহেই দিল্লী থেকে বুধবার পটনা ফিরছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সঙ্গেও তাঁর বৈঠক করার সম্ভাবনা রয়েছে। রাজ্যে নীতিশ কুমারের সঙ্গে হাত মিলিয়ে সরকার তৈরি করল তাঁর দল। তাঁর নিজের ছেলে উপমুখ্যমন্ত্রী। কিন্তু লালুর দেখা নেই। কোথায় তিনি? জবাব দিয়েছেন দলের নেতা জগদানন্দ সিংহ। তিনি বলেন, ‘আরজেডি প্রধান দলের নেতা ও বিধায়কদের আশীর্বাদ করবেন।’
প্রসঙ্গত, আরজেডি প্রধান পড়ে গিয়ে চোট পেয়েছিলেন। ধরা পড়ে তাঁর হাড়ে চিড় ধরেছে। সেই চিকিৎসা করাতে জুলাইয়ে পাটনা ও দিল্লীর হাসপাতালে ভর্তি ছিলেন লালু। আগামী বুধবার তাঁর দিল্লী থেকে পাটনা ফেরার কথা। বস্তুত, বিহারে রাজনৈতিক পটপরিবর্তনের সময়ও পটনায় ছিলেন না লালু। তাঁর দল-সহ সাত দলের মহাজোট (মহাগঠবন্ধন) ক্ষমতায় আসার পর এই প্রথম তিনি পটনায় দলীয় বিধায়ক ও নেতাদের সঙ্গে দেখা করবেন। সূত্রের খবর, নীতিশের সঙ্গেও কথা বলবেন লালু।
