এবার স্বাধীনতা দিবসে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সাম্প্রতিক কালে বারবারই রাজ্যের নেতা-মন্ত্রীদের পিছনে ইডি-সিবিআই লেলিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে ফিরহাদ বলেন, ‘ভুয়ো মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে।
মামলা করছে সিপিআইএম। আর লুফে নিচ্ছে বিজেপি। জীবনে কখনও অনৈতিক কাজ করিনি, করবও না। যদি কখনও প্রমাণ হয়, আমি কোনও ভাবে অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, তাহলে ইডি-সিবিআইকে নয়, আমি আমাকে নিজেকে মৃত্যুদণ্ড দেব। আমাদের সবাইকে অপমান করা হচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।’ উল্লেখ্য, ২০২২ সালে রাজ্য রাজনীতিতে দুটি বড় ঘটনা ঘটেছে। এক, এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। দুই, গরুপাচার পাচার মামলায় বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। এমনকী সম্পত্তি বৃদ্ধি মামলায় কলকাতা হাইকোর্ট ইডিকে পার্টি করেছে। সেখানে একাধিক তৃণমূল নেতার নাম যুক্ত করা হয়েছে। এ নিয়েই এবার মুখ খুলে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেন ফিরহাদ।