এবার মোদীর স্বাধীনতা দিবসের ভাষণ প্রসঙ্গে তাঁকে পাল্টা কটাক্ষ করল কংগ্রেস। তাদের বক্তব্য, লালকেল্লাকেও রাজনৈতিক মঞ্চে হিসেবে ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে পাঁচ সংকল্পের কথা উল্লেখ করেন মোদী। বিকশিত ভারত, দাসত্ব থেকে মুক্তি, উত্তরাধিকার নিয়ে গর্ব, ঐক্য এবং নাগরিক কর্তব্যের কথা বলেন তিনি। আগামী ২৫ বছর এই পাঁচ ক্ষেত্রে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি কংগ্রেসের নাম না করে পরিবারতন্ত্র নিয়ে তোপ দাগেন।
এপ্রসঙ্গে কংগ্রেস নেতা পবন খেড়া বলেন, “দেশের স্বাধীনতা দিবস রাজনীতি করার দিন নয়, যদিও সেই পরম্পরা বদলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।” এদিকে স্বাধীনতা দিবসের বিবৃতিতে সোমবার সরাসরি মোদী সরকারকে একহাত নেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। সোনিয়া দাবি করেন, নিজেদের প্রচারের স্বার্থে পরিকল্পিতভাবে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরুর মতো দেশনেতাদের অপমান করা হচ্ছে। “গান্ধী-নেহরু-আজাদ-প্যাটেলকে অপমান করতে উগ্র জাতীয়তাবাদী সরকার ইতিহাস বিকৃত করছে। কংগ্রেস এর তীব্র নিন্দা করছে”, জানান কংগ্রেস সভানেত্রী।