তাঁর ইচ্ছে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার যজ্ঞ করবেন। বাড়িতে প্যান্ডেল বাঁধার কাজ শুরুও হয়ে গিয়েছিল। কিন্তু আচমকাই সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ায় এবার দাদার ফেলে যাওয়া কাজ শেষ করলেন তাঁর অনুগামীরা। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে তাঁর কল্যাণ কামনায় যজ্ঞের আয়োজন করলেন তৃণমূল নেতা-কর্মীরা। সোমবার সকাল থেকেই শুরু হয় যজ্ঞের আয়োজন। অনুব্রতের বোলপুরের বাড়ির ছাদে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়েছিল রবিবার থেকেই। সোমবার তাঁর বাড়িতে ঢুকতে দেখা যায় পাঁচ জন পুরোহিতকে। সূত্রের খবর, যজ্ঞের সঙ্কল্প হয়েছে অনুব্রতর নামেই।
প্রসঙ্গত, রবিবার বিকেলেই তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে সওয়াল করেছিলেন অনুব্রতের হয়ে। বেহালার একটি জনসভায় উপস্থিত নেত্রী প্রশ্ন তুলেছিলেন, কেন অনুব্রতকে গ্রেফতার করা হল? এমনকি, ‘একটা কেষ্টকে ধরলে লাখ লাখ কেষ্ট তৈরি হবে’ বলেও মন্তব্য করেছিলেন মমতা। তার কয়েক ঘণ্টা পরই সোমবার সকালে অনুব্রতের বাড়িতে যজ্ঞের আয়োজনে দলীয় কর্মীদের ভিড় দেখা যায়। উল্লেখ্য, রবিবার থেকেই অনুব্রতের নিচুপট্টি এলাকার বাড়িতে নতুন করে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়েছিল। আয়োজনে ছিলেন দলের কর্মীরাই। সোমবার সকালে সেখানে পুরোহিতদের সঙ্গে খোল বাজিয়ে, কীর্তন গাইয়েদেরও একে একে ঢুকতে দেখা যায়। আসেন বীরভূমের বহু তৃণমূল নেতা। হাজির ছিলেন সাংসদ অসিতকুমার মাল।
