দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র দেশবাসীর জন্য টুইট করলেন, ‘আমি এমন এক দেশ গড়তে চাই, যেখানে একটিও মানুষ খিদের জ্বালায় কাঁদবে না, কোনও একজন মহিলাও নিরাপত্তাহীনতায় ভুগবে না, প্রতিটা শিশু শিক্ষার আলো দেখবে! দেশে আপামর জনতা এক হবে, একতা থাকবে। আসমুদ্র-হিমাচলে কোনও জাতিগত বৈষম্য থাকবে না, কোনও শক্তি মানুষের মধ্যে ভেদাভেদ করবে না। এটাই আমার স্বপ্নের ভারত’।
অন্যদিকে, নাচ-গান, নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ট্যাবলো প্রদর্শনীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঝলমলে রেড রোড। এদিন রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে গানের তালে পা মেলালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আদিবাসী নৃত্য পরিবেশনের সময় নৃত্যশিল্পীদের হাত ধরে তাল মেলাতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। আদিবাসী নৃত্য শিল্পীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর পাশাপাশি যোগ দেন মন্ত্রী বিরবাহা হাঁসদাও। আদিবাসী সংস্কৃতিকে সম্মান জানাতেই মঞ্চ থেকে সোজা রাস্তায় নেমে এসে নৃত্যশিল্পীদের সঙ্গে যোগ দেন তিনি।
করোনার ধাক্কা সামলে স্বাধীনতা দিবসে ফের রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। দু’বছর পর সাধারণ মানুষ যোগ দিলেন সেই অনুষ্ঠানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অফ অনার দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে পুলিশ আধিকারিকদের হাতে পদক তুলে দেন মুখ্যমন্ত্রী। কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তাই আঁটসাঁট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় রেড রোড।
