স্বাধীনতা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে মোদী সরকারকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাত বারোটায় ফেসবুক লাইভে আসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ৭ মিনিট ৫৮ সেকেন্ডের বক্তব্যে একাধিক প্রশ্ন তোলেন তিনি। কেন্দ্রকে আক্রমণ করে তাঁর প্রশ্ন, আজকের ভারতের স্বপ্নই কি দেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী?
নিজের বক্তব্যে অভিষেক বলেন, ‘এই স্বাধীনতার জন্যই কি আমাদের পূর্বপুরুষরা প্রাণ দিয়েছিলেন। সত্যিই কি আমরা অমৃতকালের মধ্যে বাস করছি? এই কি সেই অমৃতকাল যা গান্ধীজি স্বপ্ন দেখেছিলেন’?
কেন্দ্রকে আক্রমণ করে তাঁর বক্তব্য, ‘আমি কী করব, কার সঙ্গে কথা বলব, কাকে ভালবাসব, এটা দিল্লিতে বসে কেউ ঠিক করে দিতে পারে না। জীবন কীভাবে কাটাব, সেটা আমার সিদ্ধান্ত’। তিনি বলেন, ‘আমাদের খাবার আলাদা হতে পারে, কিন্তু, কৃষকদের প্রতি আমাদের অনুভূতি এক। আমাদের ভাষা আলাদা হতে পারে, কিন্তু, টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিতলে আমরা সবাই উচ্ছ্বসিত হই’।
’২৪-এর নির্বাচনকে সামনে রেখে অভিষেক বলেন, ‘আট বছর ধরে আমরা সময় নষ্ট করেছি। আরও পাঁচ-সাত বছর নষ্ট করতে চাই না। আমাদের এবার রাস্তায় নেমে কাজ করতে হবে। ইতিহাস সৃষ্টি করতে হবে। এক হতে হবে। তবেই স্বপ্নের দেশ গড়তে পারব। দেশের সামাজিক ঐক্যকে রক্ষা করতে পারব। সংবিধান রক্ষা সম্ভব হবে’।
জ্বালানির মূল্যবৃদ্ধি থেকে দেশের অর্থনীতি, নারী স্বাধীনতা, সামাজিক সুরক্ষা– একের পর এক ইস্যুতে কেন্দ্রের বিজেপি নেতৃত্বের সরকারকে নিশানা করে অভিষেক বলেন, ‘বৈচিত্রের মধ্যে একতা আমাদের দেশের বৈশিষ্ট্য। তাকে নষ্ট করা হচ্ছে। বিরোধীদের দেশদ্রোহী বলে দেগে দেওয়া হচ্ছে। কেন্দ্রের সরকার বলছে আমরা অমৃতকালে আছি। নিজেকে জিজ্ঞাসা করুন তো এটাই কি অমৃতকাল? যেখানে টাকার দাম রোজ পড়ছে, জ্বালানির দাম আকাশছোঁয়া, অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে’।