সাদা বলের ক্রিকেটে ফের ঝোড়ো শতরান করলেন চেতেশ্বর পূজারা। রয়্যাল লন্ডন কাপে সাসেক্সের হয়ে পর পর দুই ম্যাচে শতরান করলেন তিনি। রবিবার সারের বিরুদ্ধে ১৩১ বলে ১৭৪ রানের ইনিংস খেললেন পূজারা। কাউন্টিতে লাল বলের ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলার পর এবার রয়্যাল লন্ডন কাপে নেমেছেন পূজারা। এক দিনের ক্রিকেটের এই প্রতিযোগিতায় আগের ম্যাচে ৭৯ বলে ১০৭ রান করেছিলেন পূজারা। এর পর রবিবার ফের শতরান করলেন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি ছক্কা এবং কুড়িটি চার দিয়ে।
প্রসঙ্গত, এদিন সাসেক্সের হয়ে পূজারা ছাড়াও শতরান করেছেন টম ক্লার্ক। তিনি ১০৬ বলে ১০৪ রান করেন। ৫০ ওভারে ৩৭৮ রান তোলে সাসেক্স। ব্যাট করতে নেমে সারে শেষ মাত্র ১৬২ রানে। ২১৬ রানে জয় পায় পূজারার দল। আগের ম্যাচে পূজারা শতরান করলেও দল জিততে পারেনি। এই ম্যাচে তাঁর সেই আক্ষেপ মিটল।