এবছর স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তি। সেই উপলক্ষ্যে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচী চালাচ্ছে মোদী সরকার। এই কর্মসূচীকে একহাত নিয়েছেন দেশের বিরোধীরা। এবার প্রবল কটাক্ষ ছুঁড়ে দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। উদ্ধবের সাফ কথা, পতাকা তুলেই দেশপ্রেমিক হওয়া যায় না। অরুণাচলপ্রদেশে চীন অনুপ্রবেশ প্রসঙ্গেও মোদী সরকারকে কটাক্ষ করতে ছাড়েননি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গতকাল, ১৩ই আগস্ট বাল ঠাকরে প্রতিষ্ঠিত ব্যঙ্গচিত্র পত্রিকা ‘মার্মিক’-এর ৬২ বছর পূর্তি উপলক্ষ্যে একটি ভিডিও বার্তা দেন উদ্ধব। প্রসঙ্গত, ব্যঙ্গচিত্র শিল্পী হিসেবেই জীবন শুরু করেছিলেন বাল ঠাকরে। ওই ভিডিওতেই উদ্ধবকে হর ঘর তেরঙ্গা কর্মসূচী নিয়ে বলতে শোনা যায়। তিনি বলেন, কেবল পতাকা উত্তোলন করলেই দেশপ্রেমী হওয়া যায় না। দেশজুড়ে স্বাধীনতার অমৃত উৎসব পালন করা হচ্ছে। দেশের গণতন্ত্রের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন উদ্ধব।
এদিন মোদী সরকারের তীব্র নিন্দা করে শিবসেনা নেতা বলেন, দেশে স্বেচ্ছাচারী রাজতন্ত্র চলছে। সেই সঙ্গে তিনি দাবি করেন, একটি ভিডিওতে একবার তিনি দেখেছেন জনৈক এক বৃদ্ধ বলছেন, পতাকা আছে, কিন্তু সেটি লাগানোর বাড়ি নেই। সেনাবাহিনীর প্রতি মোদী সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছেন উদ্বব। তাঁর কথায়, সামাজিক মাধ্যমে তেরঙ্গার ছবি লাগিয়ে দেশভক্তির কথা বলা আর অন্য দিকে পরিবার, বাড়িঘর ছেড়ে সীমান্তে দাঁড়িয়ে যারা দেশকে রক্ষা করছেন, তাদের বরাদ্দ কমানোর পরিকল্পনা করে যাচ্ছে মোদী সরকার। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পাশাপাশি নানান রাজ্যের অ-বিজেপি সরকারগুলির উপর যেভাবে আক্রমণ চালাচ্ছে মোদী সরকার তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সেই সঙ্গে মোদী আমলে সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। “দেশবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করার ক্ষমতা নেই, বেতন দেওয়ার টাকা নেই, কিন্তু অ-বিজেপি রাজ্য সরকারগুলোকে উৎখাত করার জন্যে টাকা রয়েছে”, বলেন উদ্ধব।
