ফের বিতর্কের কেন্দ্রে ‘ডবল ইঞ্জিন’ কর্ণাটক। উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ। সে রাজ্যে সরকারি চাকরি পেতে হলে নাকি তরুণীদের সহবাস করতে হয়! এরকমই অভিযোগ এনেছেন কর্ণাটকের প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র প্রিয়াঙ্ক খাড়গে। কংগ্রেস নেতার দাবি, ‘‘সরকারি পদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি চাকরি পেতে হলে তরুণীদের সহবাস করতে হয়। পুরুষদের ঘুষ দিতে হয়। এক মন্ত্রী একজন তরুণীকে চাকরি দেওয়ার শর্তে তাঁর সঙ্গে শোওয়ার প্রস্তাব দিয়েছিলেন। পরে তা প্রকাশ্যে আসায় তিনি পদত্যাগ করেন। আমার দাবির সপক্ষে এটা প্রমাণ।’’
পাশাপাশি খাড়গে আরও জানিয়েছেন, ‘‘আমার কাছে খবর আছে, এভাবে ৬০০ পদের নিষ্পত্তি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য ৫০ লক্ষ ও জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য ৩০ লক্ষ টাকা ঘুষ নেওয়া হয়। সম্ভবত এইভাবে ৩০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।’’ সরকারি চাকরিতে কী ধরনের দুর্নীতি হচ্ছে তা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠনের দাবিও তুলেছেন খাড়গে। স্বাভাবিকভাবেই এহেন অভিযোগ প্রকাশ্যের আসায় প্রবল বিপাকে পদ্মশিবির।
