বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শুক্রবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আরসিপি সিং-এর সমালোচনা করেছেন যিনি সম্প্রতি জনতা দল ছেড়েছেন এবং বলেছেন যে দল তাকে দায়িত্বশীল পদ দিলেও তিনি ‘অনেক গন্ডগোল’ করেছেন।
‘আনহোন বাহাউত গদবাদ কিয়া (তিনি অনেক তালগোল পাকিয়েছেন)। কে তাকে আগে চিনত? আমি তাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলাম। আমি তাকে ২০২০ সালে দলের প্রধান হিসেবে আমার জায়গা দিয়েছিলাম। গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা তাকে অনেক সম্মান দিয়েছিলাম। যখন তিনি কেন্দ্রে মন্ত্রী হয়েছিলেন, আমরা তাকে দলের প্রধান পদ ছেড়ে দিতে বলেছিলাম এবং লালন জিকে দিয়েছিলাম। তিনি তার বক্তব্যের মাধ্যমে দলের মানুষের অনুভূতিতে আঘাত করেছেন’ নীতীশ কুমার সাংবাদিকদের বলেন।
আরসিপি সিং গত সপ্তাহে জেডি-ইউ থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা করেন এবং বিহারের মুজাফফরপুরের মুস্তাফাপুরে একটি সাংবাদিক সম্মেলনে তিনি নিজের দল গঠন করার পরামর্শ দেন। জেডি (ইউ) আরসিপি সিংকে তার এবং তার পরিবারের ‘২০১৩ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশাল স্থাবর সম্পত্তি সংগ্রহ’ এবং ‘অনেক অসঙ্গতি’ প্রকাশের বিষয়ে একটি কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল। নীতীশ কুমার বলেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিহারকে যথাযথ প্রতিনিধিত্ব দেয়নি। নীতীশ কুমার, যিনি চলতি সপ্তাহের শুরুতে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ছেড়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন এবং আবার আরজেডির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিলেন, তিনি বলেন যে কেন্দ্রীয় সরকারে জেডি-ইউ থেকে চারজন মন্ত্রী থাকা উচিত কিন্তু সেই দাবি পূরণ করা হয়নি।