২০২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রস্তুতি শুরু করেছে রাজনৈতিক দলগুলি। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেই। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জাতীয় স্তরে মোদী বিরোধী মুখ হিসেবে মান্যতা দিয়েছেন একাধিক নেতা। এবারর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যৌথ প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মনোনীত করার জন্য বিরোধীদের সঙ্গে কথা বলবে তৃণমূল। এমনটাই জানিয়েছেন শাসক দলের সাংসদ সৌগত রায়।
তৃণমূল সাংসদ জানিয়েছেন, আগামী দুই বছরে বিরোধীদের একত্রিত করার কাজ করবেন দলের নেতারা। এতে নেতৃত্ব দেবেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।’ যোগ করেন, তৃণমূল সুপ্রিমো একটি বিশাল রাজ্যের জনগণের দ্বারা সমর্থিত। পাশাপাশি গোটা দেশে তাঁর একটি ভালো ভাবমূর্তি রয়েছে। সৌগত রায় জানান, ‘দলের কর্মীরাই প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চান। এর জন্য দলকে অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলতে হবে।’
অনুব্রত মণ্ডলের গ্রেফতারিতে কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে তোপ দেগে সৌগত রায় মন্তব্য করেন, ‘অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে কারণ তিনি নির্দেশ মেনে হাজিরা দেননি। সিবিআই-ইডি একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে। ঝাড়খণ্ড মামলায় বিধায়করা অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার নাম দিলেও কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? নারদা মামলায় অভিযুক্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি এখনও?’ উল্লেখ্য, গত বৃহস্পতিবার গরুপাচার কাণ্ডে বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। বীরভূমের তৃণমূলের জেলা সভাপতিকে আগামী ২০ আগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত।