বর্ণবৈষম্যের করাল ছায়া থেকে এখনও পুরোপুরি মুক্ত হতে পারেনি ক্রীড়াজগৎ। ক্রিকেটবিশ্বেও দেখা গিয়েছে এই ঘৃণ্য রেওয়াজ। এবার এ নিয়ে সরব হলেন প্রাক্তন কিউয়ি ক্রিকেটার রস টেলর। জানালেন, নিউজিল্যান্ড ক্রিকেটও বর্ণবিদ্বেষের কে মুক্ত নয়। এ ব্যাপারে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে বলেও জানিয়েছেন এই প্রাক্তন ব্যাটার। প্রসঙ্গত, নিউজিল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই স্বীকৃত টেলর। টেস্ট ও ওয়ান ডে-তে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহকও তিনি। সম্প্রতি নিজের আত্মজীবনী ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’-এ বর্ণবিদ্বেষ-জড়িত অভিজ্ঞতার কথা লিখেছেন টেলর। তাঁর বই থেকে নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকা উদ্ধৃত করেছে একটি অংশ।
উক্ত বইটিতে প্রাক্তন ব্যাটার লিখেছেন, ‘‘নিউজিল্যান্ড ক্রিকেটে শ্বেতাঙ্গদের আধিপত্যই বেশি। আমার ক্রিকেট জীবনের বেশিরভাগ সময়ে আমি ব্যতিক্রম হিসেবেই ছিলাম। সাদাদের মধ্যে এক বাদামি মুখ। নানা দিক থেকেই ড্রেসিংরুমের কথাবার্তাকে আমি সেখানকার প্রকৃত পরিবেশ বোঝার রসদই বলব। এক জন সতীর্থ যেমন চিরকাল আমাকে বলে এসেছে, ‘রস, তুমি হলে অর্ধেক ভাল ছেলে। কিন্তু কোন ভাগটা তোমার ভাল? আসলে তুমি বুঝতেই পারছ না যে আমি কী বলতে চাইছি।’ আমি কিন্তু দিব্যি বুঝতে পারতাম ও কী বলতে চায়। অন্য সতীর্থরাও সুযোগ পেলেই নিজেদের জাতিগত গরিমা তুলে ধরতে ব্যস্ত হয়ে পড়ত।’’