এবছর সেভাবে বর্ষার আস্বাদ পায়নি বাংলার মাটি। পর্যাপ্ত বৃষ্টির অভাবেই দক্ষিণবঙ্গের ধানচাষ ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে গত কয়েকদিনের বৃষ্টিতে কৃষকদের আশঙ্কা কিছুটা হলেও কেটেছে। বিগত কয়েকদিনের বৃষ্টি এবারের ধানচাষকে বাঁচিয়ে দিল, কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন এমনটাই। উন্নত ফলন পেতে কৃষি বিষেশজ্ঞরা আগামী ১৫ই আগস্টের মধ্যে ধানের চারা রোপণের পরামর্শ দেন। রাজ্য কৃষি দফরের রিপোর্ট অনুযায়ী, চলতি বছর কম বৃষ্টিপাতের কারণে ৮ই আগস্ট অবধি দক্ষিণবঙ্গে ৫০ শতাংশের কম জমিতে ধান রোপণ করা হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, হুগলী, মুর্শিদাবাদ, নদীয়া ইত্যাদি জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, ধান রোপণের হারও একেবারেই কম। কৃষিদফতর পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ১১ই আগস্ট সকাল সাড়ে ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গে কেবলমাত্র মুর্শিদাবাদ ছাড়া প্রায় সব জেলা বৃষ্টি হয়েছে। পুরুলিয়ায় বৃষ্টিপাতের পরিমাণ সর্বাধিক, প্রায় ৯১ মিলিমিটার। বাঁকুড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনায় ৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।
পাশাপাশি, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ইত্যাদি জেলায় ৩০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। নদীয়া ও বীরভূমে বৃষ্টির পরিমাণ খুবই কম, সেখানে যথাক্রেম ১৭ মিমি ও ৪ মিমি বৃষ্টি হয়েছে। বিষেশজ্ঞদের মতে, কৃষি জমিতে ৩০-৪০ মিমি জল দাঁড়িয়ে থাকার মতো পরিবেশ থাকলেই ভালভাবে চারা রোপণ করা যায়। কৃষিদফতরের মুখ্য আবহাওয়াবিদ ডঃ মৃণাল বিশ্বাসের মতে, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় একদিনে যে বৃষ্টিপাত হয়েছে, তা ধানচারা রোপণের ক্ষেত্রে পর্যাপ্ত বলা যায়। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলি এই সময়ে কার্যত বর্ষণহীন ছিল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কমতে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। যার জেরে শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।