বহু দিন ধরেই বেসুরো ছিলেন তিনি। এনডিএ-র সবথেকে বড় শরিক হলেও বারবারই বিজেপির সঙ্গে তাঁর দল জেডিইউ-এর মতানৈক্য সামনে এসেছিল। অবশেষে মঙ্গলবারই বিজেপির সঙ্গে জোট ভেঙে দেন নীতিশ কুমার। আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলির সমর্থন নিয়ে সরকার গঠন করে বুধবার অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেন। বিহারের এই পালাবদল নিয়ে এবার মুখ খুলল শিবসেনা। বৃহস্পতিবার দলীয় মুখপত্র সামনায় লেখা হয়েছে, জনতা দল(ইউ) ভাঙার খেলায় মেতে ছিল বিজেপি শীর্ষ নেতৃত্ব। দাবার ছক ভেস্তে দিয়েছেন নীতিশ কুমার। বিহারের এই পালাবদলে শিবসেনা যে খুশি সেটা তাদের সম্পাদকীয়ই বলে দিচ্ছে।
রাজনৈতিকমহলের একাংশ নিশ্চিত ছিল, বিহারের ঘটনায় সবচেয়ে খুশি হবে শিবসেনা এবং তাদের সুপ্রিমো উদ্ধব ঠাকরে। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা জানান, মহারাষ্ট্রে সরকার ভাঙার খেলার পিছনে মুখ্য ভূমিকা নিয়েছিলে অমিত শাহ। সেই খেলায় তারা সফল হওয়ায় তাদের পরের টার্গেট ছিল বিহার। নীতিশ কুমার তা টের পেয়ে উল্টো ছকে খেলতে শুরু করেন। ফলে চাকা উল্টোদিকে ঘুরতে শুরু করে। আর তার ফল কী হল সেটা দেখতে পেয়েছে দেশ। সামনায় নিশানা করা হয়েছে মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকেও। নীতিশ কুমারের সঙ্গে তুলনা টেনে সম্পাদকীয়তে লেখা হয়েছে, ওঁকে দেখে শিণ্ডের শেখা উচিত। নীতিশ কুমার কারও কাছে মাথা নীচু করতে রাজি ছিলেন না।