এবার ঝাড়খণ্ড-কাণ্ডে এল নতুন মোড়। সম্প্রতিই গাড়িতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হওয়ায় ধরা পড়েছিলেন প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। বাংলার পুলিশের হাত থেকে তদন্তভার নেয় সিআইডি। অন্যদিকে, হেমন্ত সোরেনের সরকার ভাঙানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এবার অভিযুক্ত তিন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলার নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার ১১ই আগস্ট কলকাতা হাইকোর্ট ধৃত তিন কংগ্রেস বিধায়ককে হাওড়ার সাংসদ-বিধায়কদের জন্যে নির্দিষ্ট আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিল। তারপরই অভিযুক্ত তিন কংগ্রেস বিধায়ককে হাওড়ায় বিশেষ এমপি-এমএলএ আদালতে তোলা হয়। অভিযুক্তরা এর আগেই জামিনের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
প্রসঙ্গত, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে গতকাল ওই মামলার শুনানি চলাকালীন, অভিযুক্ত বিধায়কদের আদালতে পেশ এবং তাদের সিআইডি হেপাজতের বিষয়ে আইনি জটিলতার প্রশ্ন ওঠে। এবিষয়ে আদালত সাফ জানিয়েছে, জনপ্রতিনিধিদের সিজেএম আদালতে পেশ করে হেপাজতে নেওয়া যায় না। জনপ্রতিনিধিদের জন্য যে আদালত নির্ধারিত রয়েছে, সেখানে পেশ করেই সিআইডিকে হেপাজতের আবেদন করতে হবে। একই সঙ্গে আদালত জানিয়েছে, হিসেব বহির্ভূত টাকা উদ্ধার হওয়ায়, অভিযুক্ত কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা করতে হবে। তারপর অভিযুক্ত তিন কংগ্রেস বিধায়ককে হাওড়ায় সাংসদ-বিধায়কদের জন্য নির্ধারিত আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।ফের মামলার শুনানি হাওয়ার কথা রয়েছে আজ।