এ যেন মগের মুলুক! মোদী জমানায় এবার দেশের যে কোনও প্রান্তে বাড়ি ভাড়া নিয়ে থাকতে গেলেও গুনতে হবে ট্যাক্স! হ্যাঁ, কোনও আবাসিক সম্পত্তি ভাড়া নিয়ে থাকতে গেলে ভাড়াটেকে তাঁর ভাড়ার ১৮ শতাংশ জিএসটি দিতে হবে বলে জানিয়েছে মোদী সরকার। আগামী ১৮ জুলাই থেকে এই নিয়ম লাগু হবে।
প্রসঙ্গত, এতদিন কেবল ব্যবসার জন্য কোনও অফিস বা জায়গা ভাড়া নিলেই দিতে হত ট্যাক্স। বাস করার জন্য সম্পত্তি ভাড়া নিলে তাতে ট্যাক্স লাগত না। তবে নতুন নিয়ম অনুসারে, যে সমস্ত ভাড়াটিয়ারা জিএসটির আওতাভুক্ত তাঁদের দিতে হবে ট্যাক্স। তাঁরা রিটার্নও ফাইল করতে পারবেন এই ট্যাক্সের ভিত্তিতে।
ভারতীয় আয়কর বিভাগ জানিয়েছে, যদি কোনও ব্যক্তি সাধারণ বেতনভোগী কর্মচারী হয় তাহলে তাঁকে কোনও আবাসিক কর দিতে হবে না। যাঁদের ব্যক্তিগত ব্যবসা রয়েছে এবং জিএসটির আওতাভুক্ত তাঁদেরই দিতে হবে আবাসিক কর। তবে বাড়ির মালিককে ভাড়া দেওয়ার জন্য কোনও কর দিতে হবে না।