এবার আদালতে মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর। তদন্তের ৮ বছর পেরিয়ে গেলেও সিবিআই সারদা কেলেঙ্কারিতে উঠে আসা তথ্য সম্পর্কে আদালতকে অবগত করতে পারেনি কেন, বৃহস্পতিবার তা নিয়েই কড়া সমালোচনা করল হাইকোর্ট।
মামলায় সিবিআইয়ের উদ্দেশে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানতে চায়, ‘২০১৪ সাল থেকে বেআইনি অর্থলগ্নি সংস্থা সারদার বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। এর পরেও সারদায় কাণ্ডে উঠে আসা তথ্য সম্পর্কে আইনজীবীর কোনও তথ্য নেই? এতদিন পরেও সিবিআইয়ের আইনজাবী আদালতে বক্তব্য রাখতে গিয়ে বলছে ইনস্ট্রাকশনের জন্য সময় নিতে হবে!’ কড়া সমালোচনার সুরে সেই প্রশ্নই তুলেছে হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।
উল্লেখ্য, তৎকালীন সময়ে কাঁথি পুর এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ করেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। সম্প্রতি কাঁথি পুরসভা থেকে সেই সংক্রান্ত নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় তদন্ত চালাচ্ছে কাঁথি থানার পুলিশ। সুপ্রিম কোর্টের নির্দেশে যে মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই সেই মামলার তদন্ত রাজ্যের সংশ্লিষ্ট থানার পুলিশ করে কী করে, সেই প্রশ্ন তুলে এবং তদন্তকারী সংস্থা স্থানান্তরিত করার আরজি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। সেই মামলাতেই এদিন সিবিআইয়ের উদ্দেশে প্রশ্ন তোলে আদালত।