এবার প্রবল বৃষ্টির জেরে হিমাচল প্রদেশে ঘটে গেল বড়সড় বিপত্তি! বৃহস্পতিবার হিমাচল প্রদেশের সোলানে একটি উড়ালপুলের বড় একটি অংশ ভেঙে পড়ে। সেই সময়ই উড়ালপুলের নীচ দিয়ে দুটি গাড়ি যাচ্ছিল। গাড়িগুলির উপরে সিমেন্টের চাঁই খসে পড়ে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি এখনও অবধি। বিগত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে হিমাচল প্রদেশে। তার উপরে বেশ কয়েক জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি শুরু হওয়ায় আরও বিপদ বেড়েছে। লাগাতার বৃষ্টির জেরে একাধিক জায়গায় ভূমিধস নেমেছে বলেও জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টির জেরেই সোলানের ফ্লাইওভার বা উড়ালপুলে বিপত্তি ঘটে। আচমকাই একটি বিশাল অংশ ধসে পড়ে। উড়ালপুলের ওই বড় অংশটি ভেঙে পড়ার সময় নীচ থেকে যাওয়া দুটি গাড়ি ধাক্কা খায়। ইতিমধ্যেই একটি ভিডিয়ো সামনে এসেছে, তাতেও দেখা যাচ্ছে আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে উড়ালপুলটি। সেই সময়ই নীচ থেকে যাওয়া দুটি গাড়ির উপরও সিমেন্টের চাঁই ভেঙে পড়ে। জানা গিয়েছে, ওই উড়ালপুলটি ৫ নম্বর জাতীয় সড়কের উপরে অবস্থিত চার লেনের কালকা-সিমলা সুড়ঙ্গের সঙ্গে যুক্ত হয়।