বহু দিন ধরেই বেসুরো ছিলেন তিনি। এনডিএ-র সবথেকে বড় শরিক হলেও বারবারই বিজেপির সঙ্গে তাঁর দল জেডিইউ-এর মতানৈক্য সামনে এসেছিল। এরই মধ্যে প্রধানমন্ত্রীর নীতি আয়োগের বৈঠক এড়িয়ে যাওয়ার পর থেকেই জোরাল হয় গুঞ্জন। অবশেষে মঙ্গলবারই বিজেপির সঙ্গে জোট ভেঙে দেন নীতিশ কুমার। আরজেডি, কংগ্রেস ও বাম দলগুলির সমর্থন নিয়ে সরকার গঠন করে বুধবার অষ্টমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেন। আর তারপরই এবার কোনও রকম ঝুঁকি না নিয়ে বিহার বিধানসভার স্পিকার বিজয় কুমার সিনহাকে সরাতে নতুন করে উদ্যোগী হয়েছেন নীতিশ-তেজস্বীরা। ৫৫ জন বিধায়ক স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।
অন্যদিকে, বিধান পরিষদের ক্ষেত্রে নীতিশ চাইছেন, চেয়ারম্যান আদেশ নারায়ণ সিং যেন নিজে থেকেই পদত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বিধানসভার স্পিকার পদ থেকে সিনহার অপসারণ চাইছিলেন নীতিশ। অতীতে একাধিকবার সিনহার সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল, বিজেপির সঙ্গে জোট থাকার পরও সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলে বিধানসভার স্পিকার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছেন। তবে বিধান পরিষদের চেয়ারম্যান আদেশ নারায়ণ সিংয়ের সঙ্গে নীতিশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। সূত্র মারফত জানা গিয়েছে, সেই কারণে জেডিইউ নেতারা চাইছেন, সিং নিজে পদ থেকে সরে দাঁড়ান। নতুন মহাজোটের নেতারা মনে করছেন বিধান পরিষদ চেয়ারম্যান হিসেবে সিংয়ের থাকা যাওয়া জনমানসে ভুল বার্তা দেবে।