স্বাধীনতা দিবসের আগে দিল্লীতে অস্ত্র ও গোলাবারুদ চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ছ’জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২০০০টি কার্তুজ-সহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লী পুলিশ। রাজধানীর আনন্দ বিহার থেকে দুই ব্যাগ ভর্তি কার্তুজ-সহ অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, স্বাধীনতা দিবস উপলক্ষে এমনিতেই কড়া নজরদারি চলছে রাজধানী জুড়ে। এই আবহে কয়েকদিন আগেই নয়াদিল্লির বাটলা হাউসে তল্লাশি চালিয়ে দিল্লী পুলিশ এক আইএস সদস্যকে গ্রেফতার করেছিল। স্বাধীনতা দিবসের আগে এভাবে আইএস মডিউলের কার্যকলাপের সঙ্গে জড়িত একজন পুলিশের জালে ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনার এক সপ্তাহ যেতে না যেতেই এত বিপুল সংখ্যক কার্তুজ উদ্ধার ঘিরে নতুন করে আশঙ্কা বেড়েছে।
এর আগে তদন্তকারীরা জানিয়েছিলেন, বাটলা হাউস থেকে ধৃত মহসিন আহমেদ পটনার বাসিন্দা। জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র সে। মহসিন সক্রিয় আইএস সদস্য বলে জানায় এনআইএ। এনআইএ আরও জানায়, ভারত ও বিদেশ থেকে আইএস-এর জন্য তহবিল সংগ্রহ করত মহসিন। এই কার্যকলাপে যুক্ত থাকার কারণেই মহসিনকে গ্রেফতার করা হয়। তদন্তকারীরা জানান, আইএসআইএস-এর জন্য অর্থ সংগ্রহ করে তা মহসিন ক্রিপ্টোকারেন্সি আকারে সিরিয়া এবং অন্যান্য জায়গায় পাঠাচ্ছিল। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আগে দেশ জুড়ে আইএস জঙ্গিদের খোঁজে তল্লাশি চলেছে। দিল্লী থেকে মহসিনকে গ্রেফতার করার আগেই কর্ণাটকে আইএসআইএস হ্যান্ডলারদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছিল এনআইএ।