কথা ছিল, ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে শুরু হবে ভারত-জোড়ো যাত্রা। কিন্তু আর কালবিলম্ব করতে চাইছেন না কংগ্রেস নেতৃত্ব। গত লোকসভা নির্বাচন থেকে যে রক্তক্ষরণ শুরু হয়েছে, তাতে প্রলেপ দিয়ে দলকে চাঙ্গা করতে একমাস আগেই রাস্তায় নামছে কংগ্রেস। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ভারত-জোড়ো যাত্রার ডাক দিল তারা। কন্যাকুমারী থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত চলবে এই যাত্রা। তাতে রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থাকবেন বলে জানানো হয়েছে। দেড়শো দিনের এই প্রস্তাবিত যাত্রা ৩৫০০ কিলোমিটার এবং ১২টি রাজ্যের মধ্যে দিয়ে যাবে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ‘৮০ বছর আগে এই দিনে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়েছিল। আর তার ঠিক পাঁচ বছর পর ভারত স্বাধীনতা লাভ করে।’ টুইটে তিনি লেখেন, ‘আপনাদের কী মনে হয় মহাত্মার ভারত ছাড়ো আন্দোলন সূচনার দিনটিতে আরএসএস কী করছিল? তারা এই গণআন্দোলন থেকে নিজেদের সরিয়ে রাখে। যখন গান্ধী, নেহেরু, পটেল, আজাদ, প্রসাদ এবং আরও অনেকে কারাবরণ করেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ধারে কাছে ছিলেন না।’
জয়রামের আহ্বান, ‘যাঁরা ঘৃণা, দ্বেষ আর ধর্মের রাজনীতির বিকল্প খুঁজছেন, দেশে ক্রমবর্ধমান বেকারত্ব এবং বেহাল অর্থনীতি, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াতে চাইছেন তাঁদের সবাইকে ভারত জোড়ো যাত্রায় শামিল নিতে অনুরোধ করছি।’ অন্যদিকে, প্রিয়াঙ্কা গান্ধী টুইটে বলেন, ‘আজকের দিনেই ভারত ছাড়ো আন্দোলনের হুঙ্কারের সঙ্গে একজোট হয়ে ভারতবাসী নিষ্ঠুর ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। এই একজোট হওয়ার ক্ষমতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। বিবিধের মাঝে একতার পতাকা তুলে ধরে ভারত জোড়ো নতুন উন্নয়নের সংকল্প তৈরি করবে।’