অতিসম্প্রতিই বিহারের রাজনৈতিক পট-পরিবর্তন ঘটেছে। বিজেপির সঙ্গ ত্যাগ করেছে জেডিইউ। ক্ষমতায় এসেছে মহাজোট। বুধবার বিহারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন যথাক্রমে নীতিশ কুমার ও তেজস্বী যাদব। বিহারের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গেই এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। বললেন, আগামী কয়েক মাস বিহারের নয়া মহাজোট সরকারের কাজকর্মের উপরই নির্ভর করবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি জানান, জোট সরকারের ভালো কাজের সুযোগ মিলতে পারে আগামী লোকসভা নির্বাচনে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মহারাষ্ট্রে মহা আগাড়ি জোটকে ভেঙে শিব সেনা শিবিরে ফাটল ধরিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি-শিব সেনার শিন্ডে গোষ্ঠী। সেই খুশির রেশ মিলিয়ে যেতে না যেতেই বিহারে বিপর্যয় নরেন্দ্র মোদী-অমিত শাহদের স্বস্তি কেড়ে নিয়েছে। এই বিহার মডেল কি ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপিকে হটানোর পথ প্রশস্থ করবে? রাজনৈতিক মহলে এই প্রশ্নই এখন ঘনীভূত হচ্ছে। এপ্রসঙ্গে ভোটকুশলী প্রশান্ত কিশোরের মতে, আগামী কয়েক মাস এই নতুন জোট সরকারের কাছে খুব গুরুত্বপূর্ণ।যদি এই জোট সরকারেরে কাজ ভালো হয়, জোট শক্তিশালী হয়, তাহলে বিজেপি অসুবিধায় পড়তে পারে। আর এই জোটের কাজ যদি প্রত্যাশা মাফিক না হয়, জোট যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে সুবিধা হবে বিজেপির। প্রসঙ্গত, একদা নীতীশ কুমারের দলের সঙ্গে যুক্ত ছিলেন প্রশান্ত কিশোর। তিনি বিহারেরই লোক। পরে সক্রিয় রাজনীতি ছেড়ে ভোট পরামর্শদাতা হিসাবে নিজের সংস্থা ‘আই প্যাক’ খোলেন তিনি। গত লোকসভা নির্বাচনে খারাপ ফলের পর এরাজ্যে তৃণমূলের পরামর্শদাতা হিসাবে দায়িত্ব নেন তিনি। ‘দিদিকে বলো’ কর্মসূচীর মতো একাধিক কর্মসূচী তাঁরই মস্তিষ্কপ্রসূত বলেই জানা গিয়েছে।
