দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে জামিন পেলেন ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত অশীতিপর কবি ভারভারা রাও। মেডিক্যাল গ্রাউন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ। বম্বে হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে এই বেঞ্চ। বেঞ্চের বাকি দুই বিচারপতি হলেন অনিরুদ্ধ বোস এবং বিচারপতি সুধাংশ ধুলিয়া। জামিনের জন্য বম্বে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ভারভারা রাও। বম্বে হাইকোর্ট জামিনের আর্জি খারিজ করে দিলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাওয়ের আইনজীবী।
উল্লেখ্য, বুধবার বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ রাওয়ের জামিন মঞ্জুর করেছে। সেই সঙ্গে বেশ কিছু প্রশ্ন তুলেছে। “গত এক বছরে আবেদনকারীর শারীরিক অবস্থার এমন কোনও উন্নতি হয়নি, যার নিরিখে তাঁর জামিনের আর্জি মঞ্জুরের ক্ষেত্রে আপত্তি তোলা যেতে পারে। এই মামলার ক্ষেত্রে আবেদনকারীর শারীরিক অবস্থার বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। তাছাডা যে অভিযোগের নিরিখে আবেদনকারীকে আটকে রাখা হয়েছে, সেই অভিযোগের চার্জশিট দাখিল হয়নি। সুতরাং, ভারভারা রাওক মেডিক্যাল গ্রাউন্ডে জামিন পাওয়ার অধিকারী। পাশাপাশি তিনি আডা়ই বছর কারাবাসে কাটিয়েছেন। তার নিরিখেও এই জামিনের আবেদন যুক্তিযুক্ত। তাছাড়া অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দাখিল হলেও কী অভিযোগে চার্জগঠন তার কোনও উল্লেখ নেই। এটা রীতিমতো বিস্ময়ের”, জামিন মঞ্জুর করতে গিয়ে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।
