সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। ফের নতুন নিয়োগের পথে রাজ্য সরকার। বর্ধমান – ২ ডেভেলপমেন্ট ব্লকের মাধ্যমে বেশ কিছু পদে ব্যাপক কর্মী নিয়োগ করা হবে। মূলত মিড ডে মিলের ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্যে এই নিয়োগ করা হবে। ইতিমধ্যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মিড ডে মিলের ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্যে এই নিয়োগ। পুরুষ এবং মহিলা উভয়ই এই পদের জন্যে আবেদন করতে পারবেন। তবে আবেদনের আগে বিজ্ঞপ্তিটি ভালো ভাবে পড়ে নিতে হবে।
এজন্যে নিম্নোক্ত লিঙ্কে ক্লিক করতে হবে :
https://www.paschimmedinipur.gov.in/system/files/notification/1067.pdf
পাশাপাশি, এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে মাসে ১৩ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। অন্যদকে এই পদের জন্যে আবেদন করতে হলে আবেদনকারী ক্লাস ১০ কিংবা ক্লাস ১২ পাশ করতেই হবে। জানতে হবে কম্পিউটার। এমনকী এই সংক্রান্ত নথিও প্রয়োজনে পেশ করতে হবে জানানো হয়েছে। অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, খড়গপুর-২ -এর মাধ্যমে নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে www.paschimmedinipur.gov.in – এই লিঙ্কে ক্লিক করতে হবে। তবে এই পদের জন্যে যোগ্য প্রার্থীকে তিনটি ভাগে পরীক্ষার মাধ্যমে বেছে নেওয়া হবে। প্রথমে আবেদকারীকে রিটেন টেস্ট দিতে হবে। এরপর প্র্যাকটিকাল টেস্ট। এরপর যোগ্য প্রার্থীকে এই পদের জন্যে ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। এমনটাই প্রকাশিত খবরে জানানো হয়েছে। অনলাইনের মাধ্যমে এই পদের জন্যে আবেদন করা যাবে। ক্লিক করতে হবে নিচের লিঙ্কে :
https://www.paschimmedinipur.gov.in