অস্ত্র আইনে শনিবার কানপুরের এক আদালত দোষী সাব্যস্ত করে উত্তরপ্রদেশের মন্ত্রী রাকেশ সঞ্চনকে৷ যোগী মন্ত্রিসভার ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দফতরের মন্ত্রী তিনি৷ তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অস্ত্র আইনে মামলা চলছিল৷ তিন দশক পুরনো সেই মামলাতে দোষী সাব্যস্ত হন রাকেশ সঞ্চন৷ অভিযোগ, আদালতের রায়ে অসন্তুষ্ট মন্ত্রী সাজা ঘোষণার আগেই না কি বেরিয়ে যান৷ মন্ত্রীর দেখাদেখি আদালতকক্ষ ছাড়েন তাঁর আইনজীবী এবং অনুগামীরা৷
পরে আদালত থেকে বেরিয়ে যাওয়ার খবর অস্বীকার করেন মন্ত্রী৷ জানান, ওই দিন চূড়ান্ত রায় ঘোষণা হওয়ার কথা ছিল না৷ মন্ত্রীর দাবি খারিজ করে দিয়েছেন প্রসিকিউশন অফিসার রিচা গুপ্তা৷ তিনি জানান, সাজার ব্যাপারে বিপক্ষের আইনজীবীকে আদালত তাঁর বক্তব্য সামনে রাখতে বলে৷ তখন জামিনের জন্য যে বন্ড জমা দিতে বলা হয়েছিল তা জমা না দিয়েই বেরিয়ে যান তিনি৷ এরপরই আদালত অবমাননার দায়ে গভীর রাতে মন্ত্রীর বিরুদ্ধে কোতওয়ালি থানায় এফআইআর দায়ের করা হয়৷
কানপুরের জয়েন্ট সুপার আনন্দপ্রকাশ তিওয়ারি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে৷ আদালতের ভিতর ও বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে৷ এব্যাপারে কয়েকজনের বয়ানও রেকর্ড করা হবে৷ দু-একদিনের মধ্যে তদন্ত শেষ হবে বলে জানান তিনি৷