স্বাধীনতার ৭৫ তম পূর্তি উপলক্ষে অমৃতমহোৎসব পালনের ডাক দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ আর অমৃতমহোৎসব পালনের নামে ছোট ছোট পড়ুয়ার থেকে টাকা তোলার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের এক প্রাইমারি স্কুলের শিক্ষকের বিরুদ্ধে৷
অভিযোগ, জাতীয় পতাকা কেনার জন্য ওই শিক্ষক প্রত্যেক ছাত্র-ছাত্রীকে বাড়ি থেকে ১৫ টাকা করে নিয়ে আসতে বলেন৷ ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, এটা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্য সরকারের নির্দেশ৷ ওই ভিডিও ভাইরাল হওয়ার পরই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷
ঘটনাটি হাথরসের সাহপউ এলাকার একটি প্রাইমারি স্কুলের৷ ওই স্কুলের প্রধান শিক্ষক ব্রজেশ কুমারকে মাইক হাতে খুদেদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘এটা মুখ্যমন্ত্রীর নির্দেশ৷ স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকার জন্য সবাইকে ১৫ টাকা করে আনতে হবে৷’ যদিও এরপরেই তিনি বলেন, ‘বাবা-মা টাকা দিতে না চাইলে অসুবিধার কিছু নেই৷ তোমরা নিজেরাই পতাকা নিয়ে এস৷ তবে খেয়াল থাকে, পতাকা যেন প্লাস্টিকের না হয়৷ ১৫ টাকা না আনলে সঙ্গে কাপড়ের পতাকা নিয়ে আসতে পার৷’