জাদুঘর-কাণ্ডের আতঙ্কে অভিযোগের তির বিজেপির দিকে। রাজ্য বিজেপির চুনোপুঁটি নেতাদের নিরাপত্তা দিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ব্যাপকভাবে কাজে লাগানো হচ্ছে বলেই একদিকে বাহিনীর উপর যেমন চাপ পড়ছে, তেমনই বিঘ্নিত হচ্ছে অন্যান্য জায়গার নিরাপত্তা। অভিযোগের তির তাঁদের দিকে যাওয়ায় অস্বস্তিতে রাজ্যের বিজেপি বিধায়ক ও নেতারা। তাঁরা পালটা বলছেন, এই জওয়ানদের কাউন্সেলিং করার প্রয়োজন।
জাদুঘরে সিআইএসএফ বারাকে গুলি চালানোর ঘটনা তখন সদ্যই ঘটেছে। খবর ছড়াতে দেরি হয়নি। উলটোদিকে বিধায়ক আবাসেই ছিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। দ্রুত নেমে এসে দেখেন আবাসের গেট বন্ধ হয়ে গিয়েছে। উলটোদিকে ভিড় জমে গিয়েছে। নিরাপত্তাকর্মীদের কাছে জানতে পারেন ঘটনা। বেরতে চেয়েও পারেননি। বেশ উত্তেজিত দেখাচ্ছিল তাঁকে। ঘটনার খোঁজখবর নিয়ে গেটের ভিতরে দাঁড়িয়েই বলেন জওয়ানদের মানসিক পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত। বারবার এমন ঘটনা ঘটছে। ছুটি চেয়ে ছুটি মিলছে না।
কেন্দ্রীয় সরকার ও তার প্রশাসনের কাছে উদ্বিগ্ন সুমনের আরজি, ‘এই জওয়ানদের কোনও মানসিক সমস্যা থাকলে কাউন্সেলিং করানো উচিত। পার্ক সার্কাসে এর আগেও এমন ঘটেছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কেন এমন করছেন’! তাঁর কথায়, ‘ওই জওয়ান শুনলাম ছুটি চেয়েছিল। দেওয়া হয়নি। কেন এমন হবে তা দেখা উচিত কেন্দ্রীয় সরকারের। প্রশাসন থেকে সরকার এটা নিয়ে ভাবুক’।