কার শপথ কে নেয়। পঞ্চায়েত প্রধান হয়েছেন মহিলা। কোথাও তাঁর হয়ে শপথ নিয়েছেন স্বামী। কোথাও আবার মহিলার জায়গায় শপথ নিয়েছেন তাঁর দেওর কিংবা বাবা। অথচ সেই নির্বাচিত মহিলাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের ধারেকাছে দেখতে পাওয়া যায়নি।
ঘটনা মধ্যপ্রদেশের দামো জেলার গাইসাবাদ পঞ্চায়েতের শপথ অনুষ্ঠানে। ঘটনার কথা জানাজানি হতেই তোলপাড় শুরু হয় জেলা প্রশাসনে। আপাতত পঞ্চায়েত সচিবকে সাসপেন্ড করে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন। বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
সম্প্রতি মধ্যপ্রদেশে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হয়। সেখানে অধিকাংশ জায়গাতেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে এবার পঞ্চায়েত ভোটে বহু মহিলাকে মনোনয়ন দেওয়া হয়। অনেকে জয়ী হন। গাইসাবাদ পঞ্চায়েতে প্রধান নির্বাচিত হন এক মহিলা। আরও কয়েকজন মহিলা পঞ্চায়েত সদস্য হন। এর পরই শপথ গ্রহণ অনুষ্ঠানে হয় ওই অদ্ভুত কাণ্ড। খোদ প্রধানের হয়ে শপথ নেন তাঁর স্বামী। পঞ্চায়েত সদস্যদের হয়ে শপথ নেন দেওর, ভাসুর, বাবা, কাকারা।
সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সরকারি কর্তারাও। বিষয়টি জানাজানি হতেই হইচই শুরু হয়। জেলা প্রশাসনের এক অফিসার জানান, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। স্থানীয় প্রশাসনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।