বিতর্ক পিছু ছাড়ছে না যোগী সরকারের। এবার যেমন ফের দল তথা সরকারের মুখ পোড়ালেন যোগী আদিত্যনাথের ক্যাবিনেটের ক্ষুদ্র ও মাঝারি শিল্পমন্ত্রী রাকেশ সচান। রেলের পাথর চুরির মামলায় অন্যতম আসামী রাকেশ আজই কানপুরের স্থানীয় আদালতে আত্মসমর্পণ করেন। মন্ত্রীকে আগেই দোষী সাব্যস্ত করে আদালত। আজই বিচারকের রায় ঘোষণা করার কথা। কিন্তু আত্মসমর্পণ পর্ব মিটিয়েই আদালত থেকে গা ঢাকা দিয়েছেন মন্ত্রী। রেলের পাথর চুরির ঘটনায় তাঁর বিরুদ্ধে যে সব ধারায় মামলা দায়ের করা হয়েছে, তাতে তাঁর দশ বছর পর্যন্ত জেল, সঙ্গে জরিমানা হওয়ার কথা।
কানপুরের কিদওয়াই নগরের বাসিন্দা রাকেশের রাজনীতিতে হাতেখড়ি সমাজবাদী পার্টি দিয়ে। একদা মুলায়ম সিং যাদবের স্নেহধন্য রাকেশ সমাজবাদী পার্টির টিকিটে দু’বার বিধায়ক এবং একবার সাংসদ হন। এরপর ২০০৯-এ যোগ দেন কংগ্রেসে। তবে এ বছর মার্চে বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে সমাজবাদী পার্টির প্রার্থীকে হারিয়ে মন্ত্রী হন। আজ আদালতে আত্মসমর্পণ করার কিছুক্ষণ পর দেখা যায় মন্ত্রী উধাও। তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। প্রশ্ন উঠছে, এমন গুরুতর অভিযোগে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও যোগী কীভাবে রাকেশকে মন্ত্রিসভায় নিলেন? যেখানে মন্ত্রী হওয়ার আগেই তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা পড়ে গিয়েছিল।
