কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পাঁচিল টপকে লোক ঢুকে পড়ার পরই তাঁর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তাবেষ্টনী আরও পোক্ত করার পাশাপাশি নবান্নের নিরাপত্তাও বাড়ানোর তোড়জোর শুরু হয়। কারণ, লোহার রড হাতে মুখ্যমন্ত্রীর বাড়িতে বসিরহাটের যে যুবক ঘাপটি মেরে বসেছিল সে তার আগে নবান্নেও গিয়েছিল। সেই হাফিজুল আপাতত পুলিশের হেফাজতে রয়েছে। তবে ওই ঘটনা থেকে শিক্ষা নিয়েই নিরাপত্তা নিশ্ছিদ্র করতে এবার বিশেষ দরজা বসানোর কাজ শুরু হল নবান্নে। মেট্রো স্টেশন, বিমানবন্দরে যেমন সেন্সর লাগানো দরজা থাকে, সেইরকম দরজা বসছে রাজ্যের সচিবালয়ে। এই দরজা দিয়েই ঢুকতে হবে সরকারি কর্মচারীদের।
জানা গিয়েছে, নবান্নে কর্মরত সরকারি কর্মচারীদের একটি করে স্মার্ট কার্ড দেওয়া হবে। তা ব্যবহার করেই ভিতরে ঢুকতে পারবেন তাঁরা। দক্ষিণ দিকের দরজায় এই সেন্সর গেট লাগানোর কাজ প্রায় শেষ। উত্তর দিকের কাজও চলছে জোরকদমে। উল্লেখ্য, এমনিতে নবান্নে যাঁরা বিভিন্ন কাজে যান তাঁদের ঢোকার জন্য ভিজিটর্স গেট রয়েছে। সব সচিবালয়েই তা থাকে। ভিজিটর্স গেটে নিরাপত্তারক্ষীরা তাঁদের চেক করে, খাতায় নাম লিখে তারপর ভিতরে ঢোকার অনুমতি দেন। ফলে ভিজিটর্সদের জন্য পৃথক কার্ডের ব্যাপার নেই। সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হলেও হতে পারে। তবে কী করা হবে সে ব্যাপারে এখনও নবান্নের তরফে কিছু বলা হয়নি।
