চোট এখনও ভোগাচ্ছে তাঁকে। আসন্ন মন্ট্রিয়ল ওপেন খেলবেন না নাদাল। তলপেটের পেশির চোট সম্পূর্ণ না সারায়, সার্ভিস করতে সমস্যা হচ্ছে ২২টি গ্র্যান্ড স্ল্যামের মালিকের। তাই মন্ট্রিয়ল ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন তিনি। আগেই নাম প্রত্যাহার করেছেন নোভাক জোকোভিচ। প্রসঙ্গত, এই তলপেটের পেশির চোটের জন্যই উইম্বলডনের সেমিফাইনাল থেকে সরে দাঁড়ান নাদাল। সেই চোট এখনও সম্পূর্ণ সারেনি। প্রতিযোগিতায় খেলার মতো ফিট নন তিনি। চিকিৎসকদের পরামর্শেই মন্ট্রিয়ল ওপেন না খেলার সিদ্ধান্ত নিয়েছেন নাদাল।
সম্প্রতি এক বিবৃতিতে রাফা বলেছেন, “অনুশীলন করলেও সার্ভিস করতে পারছিলাম না। দিন চারেক আগে সার্ভিস করতে শুরু করেছি। সব কিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গতকাল অনুশীলন করার সময় তলপেটের পেশিতে একটু ব্যথা লাগছিল। হালকা ব্যথা এখনও রয়েছে।” তিনি আরও জানিয়েছেন, “ব্যথা হওয়ায় চিকিৎসকের সঙ্গে কথা বলি। আরও কয়েকটা দিন সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। পেটের পেশিতে যাতে চাপ না পড়ে, সে দিকে খেয়াল রাখতে বলেছেন।” নাদালের আগেই মন্ট্রিয়ল ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জোকোভিচ। কোভিড টিকা না নেওয়ায় কানাডা তাঁকে দেশে ঢুকতে দিতে রাজি নয়। তাই মন্ট্রিয়লে খেলা হচ্ছে না উইম্বলডনজয়ীর। উল্লেখ্য, মন্ট্রিয়ল ওপেনে পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। চলতি বছরের প্রথম দু’টি গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
