ফের বিতর্ক বিজেপির সাধের ‘ডবল ইঞ্জিন’ রাজ্য গুজরাত। এবছরের ১লা জুলাই ২০২২ থেকে প্লাস্টিকে নিষেধাজ্ঞা জারি হয়েছে । প্রধানমন্ত্রী মোদী ফলাও করে ঘোষণা করেছেন, কার্বন এবং প্লাস্টিক দূষণ রোধে ভারত সরকার অঙ্গীকারবদ্ধ। সেজন্য একঝাঁক সিদ্ধান্তও নেওয়া হয়েছে এই লক্ষ্যপূরণে। কিন্তু জনপ্রতি প্লাস্টিক বর্জ্য উৎপাদনের হারে যে রাজ্যগুলির দশা সবথেকে খারাপ তাদের শীর্ষ তালিকায় প্রথম তিনটি নাম দিল্লী, তেলেঙ্গানা এবং গুজরাত।
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দূষণকারী রাজ্যের তালিকা সংক্রান্ত রিপোর্টে খোদ মোদীরাজ্যেই সামনের সারিতে। পাশাপাশি পাওয়া যাচ্ছে আরও একঝাঁক বিজেপিশাসিত রাজ্যের নাম। তাৎপর্যপূর্ণভাবে, নিয়ন্ত্রণ পর্ষদের ২০১৯-২০ আর্থিক বছরের রিপোর্ট থেকেই দেখা যাচ্ছে প্লাস্টিক দূষণের এই তালিকায় বাংলা অনেকটাই পিছিয়ে। দিল্লী, তেলেঙ্গানা, গুজরাত, তামিলনাড়ু, জম্মুও কাশ্মীর, হরিয়ানা, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্রের পর বাংলার স্থান। আর্থিকভাবে শক্তিশালী রাজ্যেই কেন বেশি ব্যর্থতা? স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন।
