বিজেপি দলের বিরুদ্ধে এহেন অভিযোগ আগেও উঠেছে বহুবার। মহিলাদের সাথে দুর্ব্যবহার, খারাপ কথা গালিগালাজ করার অভিযোগ রয়েছে বহু। আবারও সামনে এল তেমনই একটি ঘটনা। নয়ডার ওম্যাক্স সোসাইটিতে এক মহিলার সাথে অসভ্যতামি করেন এক বিজেপি নেতা। সেই অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতারের জন্য উত্তরপ্রদেশ পুলিশের ডিজিকে নির্দেশ দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। সেই সঙ্গে নিগৃহীতা মহিলাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ নিয়ে দ্রুত তদন্ত করারও নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি নয়ডার গ্র্যান্ড ওমাক্সে সোসাইটি নামে একটি আবাসনের সামনে আচমকাই স্যাঙাতদের নিয়ে চারাগাছ রোপন করতে থাকেন স্থানীয় বিজেপির কিষাণ মোর্চার নেতা শ্রীকান্ত ত্যাগী।
ওই কাজে আপত্তি জানান আবাসনের এক মহিলা বাসিন্দা। সঙ্গে সঙ্গেই তাঁর উপরে চড়াও হন বিজেপি নেতা। গায়ে হাত তোলার পাশাপাশি ওই মহিলা ও তাঁর স্বামীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেন। শ্রীকান্ত ত্যাগীর ওই কীর্তির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। সমালোচনার ঝড় উঠতেই অভিযুক্ত নেতার সঙ্গে দুরত্ব তৈরি করে বিজেপির স্থানীয় নেতৃত্ব। বিজেপির একাধিক নেতার সঙ্গে অভিযুক্ত নেতার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুখে কুলুপ আঁটেন পদ্ম শিবিরের নেতা। সংবাদমাধ্যমে বিজেপি নেতার কীর্তির কথা জানতে পেরেই নড়েচড়ে বসেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করার পাশাপাশি অভিযুক্ত শ্রীকান্ত ত্যাগীকে গ্রেফতারের জন্য উত্তরপ্রদেশ পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন।
