গত ১ অগস্ট দলীয় সংগঠনে ব্যাপক রদবদল করেছে তৃণমূল। জেলা চেয়ারম্যান থেকে শুরু করে সভাপতি পদে একাধিক বদল এনেছে তারা। সবমিলিয়ে ৩৫টি সাংগঠনিক জেলার সভাপতি এবং চেয়ারম্যানের নাম ঘোষণা করেছে দল। এবার থেকে তাঁদের পারফর্ম্যান্স রিপোর্ট নজরে রাখা হবে। বুথ স্তর থেকে সংগঠনে কেমন কাজ করছেন তাঁরা খোঁজখবর রাখবেন দলের শীর্ষ নেতৃত্ব। তাই বুথ স্তর থেকে সংগঠনকে শক্তিশালী করতে জেলা নেতৃত্বকে ১৫ দিন অন্তর বৈঠক করে একটি রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, সামনেই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। তাই জেলা ধরে সাংগঠনিক বৈঠক শুরু করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক রদবদলের পর ইতিমধ্যেই মালদহ, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর, দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আর সেই বৈঠকেই বার্তা দিয়েছেন, সংগঠনকে বুথ স্তর থেকে শক্তিশালী করতে হবে। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু হলেও মূল লক্ষ্য আগামী লোকসভা নির্বাচন। তাই বুথ ভিত্তিক সংগঠনের সুবিধা-অসুবিধার পূর্ণাঙ্গ রিপোর্ট চান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। জেলা চেয়ারম্যান এবং সভাপতিরা ১৫ দিন অন্তর বৈঠক করে বড় সমস্যার কথা রাজ্য নেতৃত্বকে জানাবেন।