একুশের ভোটে ভরাডুবির পর থেকেই বঙ্গ বিজেপির অন্দরে মুষল পর্ব চলছে! সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ— নানা ভাবে দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে দলেরই অন্য অংশকে। একের পর এক পুরভোট, উপনির্বাচনে হারের পর সেই গোষ্ঠীদ্বন্দ্ব আরও বড় চেহারা নিয়েছে। আর এর ফলে বেজায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব। এবার যেমন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারদের সঙ্গে দেখা করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার যাতে বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেন, সেই চেষ্টায় মরিয়া হয়ে উঠেছিলেন সুকান্ত। কিন্তু তাতেও নিরাশ হতে হয়েছে তাঁদের। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দফতরের পক্ষ থেকে কোনও সাড়া মেলেনি। বিষয়টি যে আপাতত ঝুলে রয়েছে সেকথা বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে, রাজ্য বিজেপি সাংসদরা অবিলম্বে মোদীর সঙ্গে দেখা করতে চান—এই অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরের কাছে চিঠি দিয়েছিলেন সুকান্ত। তবে কার্যক্ষেত্রে দেখা গিয়েছে, বঙ্গ বিজেপির দাবিকে কোনও গুরুত্ব দিতে রাজি হয়নি প্রধানমন্ত্রীর দফতর।