গুজরাতে আম আদমি পার্টির ঝড়ের গতিতে উত্থান দেখে আতঙ্কিত বিজেপি। তারা এতটাই চিন্তায় পড়েছে যে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করার পরিকল্পনা করছে! বৃহস্পতিবার এমনই জল্পনা উস্কে দিয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। হিন্দিতে টুইট করে তিনি প্রশ্ন করেছেন, এটা কি সত্যি যে গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি অমিত শাহকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করতে চলেছে? তিনি এই প্রশ্নও তোলেন যে, বিজেপি কি ভূপেন্দ্রভাই প্যাটেলের কাজে ক্ষুব্ধ?
উল্লেখ্য, এর আগে গত মার্চ মাসে কেজরিওয়াল লাক্ষাদ্বীপের প্রশাসক প্রফুল্ল কে প্যাটেলকে দিল্লীর পরবর্তী লেফটেন্যান্ট গভর্নর করা হবে কিনা তা নিয়ে একটি টুইট পোস্ট করেছিলেন। তখন দিল্লীর উপরাজ্যপাল ছিলেন অনিল বৈজল। আবার, গত ৭ এপ্রিল কেজরির ডেপুটি তথা দিল্লীর উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া দাবি করেছিলেন যে বিজেপি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুরকে সরয়ে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে মুখ্যমন্ত্রী করার কথা ভাবছে।