বঙ্গ বিজেপির সংসারে ফের ঘনাচ্ছে অন্তর্কলহের কালো মেঘ? রাজ্য-রাজনীতিতে প্রশ্ন উঠছে তেমনই। মঙ্গলবার ২রা আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই একই সময় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লীতে থাকলেও শাহের সঙ্গে একা গিয়ে দেখা করেন শুভেন্দু। কিন্তু ২৪ ঘন্টা পরেই শাহের সঙ্গে আলাদা করে বৈঠক করেন সুকান্ত মজুমদার। বিরোধী দলনেতা ও রাজ্য সভাপতির শীতল সমীকরণ নিয়ে গেরুয়াশিবিরের ভিতরেও অনেক কিছুই শোনা যায়। এহেন পৃথকভাবে অমিত শাহের সঙ্গে সাক্ষাতের ঘটনার ফের একবার সামনে চলে এল তা।
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই গোষ্ঠীকোন্দলের জেরে বিপর্যস্ত বঙ্গ বিজেপি। একের পর এক নির্বাচনে হার আর বেহাল সংগঠন নিয়ে নাস্তানাবুদ গেরুয়াবাহিনী। এই আবহেই বঙ্গ বিজেপির দিল্লীর নেতাদের সঙ্গে দেখা করার তোড়জোড় লেগে গিয়েছে। রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। কিন্তু বঙ্গ বিজেপির নেতারা কয়েক ঘণ্টার ব্যাবধানে কেন দিল্লীর নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে দেখা করছেন? রাজনৈতিক মহলে ঘনীভূত হচ্ছে এমনই প্রশ্ন। অমিত শাহের সঙ্গে শুভেন্দুর যে যে বিষয়ে বৈঠক হয়েছে, সুকান্ত মজুমদারের সঙ্গে নাকি একই বিষয়ে কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী আলোচনা করছেন, এতেই সুকান্ত-শুভেন্দু দূরত্বের ইঙ্গিত আরও নিশ্চিত হচ্ছে। আর তাতেই মাথাব্যথা বাড়ছে বিজেপি নেতৃত্বের।