মালেগাঁও বিস্ফোরণে ব্যবহৃত স্কুটার প্রজ্ঞাসিং ঠাকুরের। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট ফরেন্সিক বিশেষজ্ঞদের। তাদের এই রিপোর্টে রীতিমতো অস্বস্তিতে বিজেপি। রিপোর্টে বলা হয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে একটি স্কুটার উদ্ধার হয়। স্কুটারের রেজিস্ট্রেশন কার নামে, তা খতিয়ে দেখতে গিয়ে জানা যায়, স্কুটারের মালিক প্রজ্ঞাসিং ঠাকুর।
আদালতে এই মামলার শুনানিতে এক ফরেন্সিক এক্সপার্ট জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় একটি স্কুটার সেখানে পড়ে রয়েছে। স্কুটারের জ্বালানি ট্যাঙ্ক, সিট কভার, ঝলসে গিয়েছে। বিস্ফোরণের তীব্রতায় স্কুটারের যন্ত্রপাতি ছিটকে পড়ে রয়েছে। ঘটনাস্থলের পাশে থাকা বেশ কয়েকটি দু-চাকার যানও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত হওয়া দু-চাকার যানের মধ্যে রয়েছে হুন্ডা ইউনিক্রন এবং একটি বাইসাইকেল।
মালেগাঁও বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত দু-চাকার যানগুলিকে আদালত চত্বরে নিয়ে আসা হয়। মামলার শুনানি চলাকালীন আদালতে হাজির প্রত্যক্ষদর্শীরা সেই সব দু-চাকার যান দেখতে চলে যান। প্রত্যক্ষদর্শীদের মধ্যে ছিলেন আইনজীবী, বিশেষ আদালতের বিচারপতি, আদালতের কর্মী। তাদের মধ্যে ছিলেন অভিযুক্তরাও। বাইকটি চিহ্নিত করেন বিস্ফোরণের এক প্রত্যক্ষদর্শী।