আজ কিংবদন্তি কিশোর কুমারের ৯৩তম জন্মবার্ষিকী। সশরীরে না থাকলেও তাঁর মায়াবী কণ্ঠের জাদু এখনও আচ্ছন্ন করে রেখেছে আসমুদ্রহিমাচল। আগামী কয়েক প্রজন্মের কাছেও একইভাবে স্মৃতির আকর হয়ে রয়ে যাবে তাঁর গাওয়া গানগুলি। টলিউড-বলিউড মিলিয়ে তাঁর গান অসংখ্য। শুধু দেশ নয়, গোটা বিশ্বেজুড়ে ছড়িয়ে রয়েছে তাঁর প্রতিভার বিচ্ছুরণ।
বৃহস্পতিবার এই বিস্ময়পুরুষের জন্মদিনে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। “কিংবদন্তি গায়ক কিশোর কুমারকে তাঁর জন্মবার্ষিকীতে জন্যই আন্তরিক শ্রদ্ধা! তিনি দেশ ও বিশ্ব জুড়ে বাঙালি প্রবাসীদের সংস্কৃতিকে আলোকিত করেছেন, আমি তাঁর মতো প্রতিভাকে সেলাম জানাই”, এদিন কিশোর কুমারকে নিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে এমনই লিখেছেন মমতা।