দেশজুড়ে স্বাধীনতা দিবসের প্রস্তুতি তুঙ্গে। ৭৫তম স্বাধীনতা দিবস নিয়ে গোটা দেশ যখন আনন্দে মাতোয়ারা সেই সময় জঙ্গি হামলার আশঙ্কার কথা শোনাচ্ছে গোয়েন্দারা। ১৫ অগাস্ট দেশে নাশকতার ছক কষছে জঙ্গি গোষ্ঠী লস্কক -ই-তৈবা এবং জৈইশ-ই-মহম্মদ, গোয়েন্দাদের রিপোর্টে উঠে আসছে এমনই একাধিক চাঞ্চল্যকর তথ্য। ১৫ অগাস্ট ভারতে হামলার ছক কষছে লস্কক -ই-তৈবা এবং জৈইশ-ই-মহম্মদ। এই সম্পর্কিত দশ পাতার একটি রিপোর্ট পেশ করা হয় আইবি-র তরফে। দিল্লী পুলিশের পাশাপাশি বিএসএফ-কেও সতর্ক করা হচ্ছে।
আইবি-র রিপোর্ট অনুযায়ী, দিল্লীর যে সমস্ত এলাকায় রোহিঙ্গারা বসবাস করেন সেখানে কড়া নজরদারি চালানোর কথা বলা হয়েছে। টিফিন বোমা, ভিভিআইএডি যাতে যে কোনও সময় নিষ্ক্রিয় করা যায় সেজন্য দিল্লী পুলিশকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। মোটের উপর নিরাপত্তা ব্যবসায় সামান্যতম খামতিও যাতে না থাকে তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে আইবি-র তরফে। স্বাধীনতা দিবসের জন্য গোটা দেশজুড়ে জারি কড়া নিরাপত্তা ব্যবস্থা। দেশের বড় বড় শহর এবং জনবহুল এলাকায় বাড়তি নজরদারি চালানো হচ্ছে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে রাজধানী দিল্লীকে। মোতায়েন বিরাট পুলিশবাহিনী। লালকেল্লার সুরক্ষাও নিশ্চিত করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিএসএফ-কেও অতিরিক্ত নজরদারি চালানোর কথা বলা হয়েছে।