মাঝমধ্যেই অ্যাপ নির্ভর বিভিন্ন বিপণন সংস্থার ডেলিভারি বয়রা বিভিন্ন সমস্যার কবলে পড়েন। এবার রাজ্য সরকারের দ্বারস্থ হলেন তাঁরা। ডেলিভারি বয়দের সংগঠন অ্যাপ বেসড ডেলিভারি অ্যান্ড টেম্পোরারি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে তাদের সমস্যা জানিয়ে বিদায়ী শ্রমমন্ত্রী বেচারাম মান্নার কাছে ডেপুটেশন দেওয়া হয়েছে। ডেলিভারি দেওয়া সময় রাস্তায় ট্রাফিক জ্যাম, নানা ধরণের পুলিশি ঝামেলাসহ নানাবিধ সমস্যায় পড়েন ডেলিভারি বয়রা। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ, ঝড়-বৃষ্টি রয়েইছে।
প্রসঙ্গত, অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে তারা পণ্য সরবরাহ করতে পারেন না। গ্রাহকেরা তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতেই অ্যাপ নির্ভর সংস্থাগুলি তাদের কাজ থেকে ছাড়িয়ে দেয়। এক্ষেত্রে কেন এমনটা হল তা খতিয়ে দেখে না সংস্থাগুলো। তাই মন্ত্রীর দ্বারস্থ হলেন তাঁরা। তাঁদের দাবি, অবিলম্বে সমস্যার সমাধানের জন্যে রাজ্য, ডেলিভারৃ বয় এবং সংস্থাদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করুক। এছাড়াও জ্বালানি অর্থাৎ পেট্রোল-ডিজেলের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধির পরেও তাদের কমিশন বাড়েনি। সেখানে রাজ্যের হস্তক্ষেপ দাবি করছেন তারা। তাদের দাবিগুলি সহানুভূতি ও যত্নসহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন বেচারাম। সূত্র অনুযায়ী জানা গিয়েছে এমনটাই।