অন্যায়ের প্রতিবাদ করলে তাকে যে নৃশংসতার সাক্ষী হতে হয়, তা আরও একবার উঠে এল জগদ্দলে। হেরোইন বিক্রির প্রতিবাদ করায় মঙ্গলবার সন্ধেবেলা এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তবে এখনও অবধি কেউই গ্রেফতার হয়নি। সূত্রের খবর, বহুদিন ধরেই সমাজবিরোধীদের নিশানায় ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী জব্বর আনসারি। এদিন তাঁকে তাক করেই গুলি চালায় দুষ্কৃতীরা। তবে জব্বরের বুক ঘেঁষে বেড়িয়ে যায় গুলি। অল্পের জন্য বেঁচে যান তিনি। তবে গুলিবিদ্ধ হয়েছেন এক মহিলা। দুষ্কৃতীদের ছোঁড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে ওই মহিলার পায়ে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। জানা গেছে, এদিন বাইকে চেপে চার দুষ্কৃতী এসেছিল এলাকায়।
স্থানীয়দের থেকে এই খবর পাওয়ার পরেই তাঁদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলেই খবর। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আক্রান্ত তৃণমূল কর্মী জব্বরের দাবি, মুক্তার-বাদলের দলবলের লোকেরাই গুলি চালিয়েছে। তাঁরাই এলাকায় দীর্ঘদিন থেকে নানা অসামাজিক কাজ করছে বলে অভিযোগ। বারবার প্রতিবাদ করেও কোনও লাভ হয়নি। এদিকে যে মহিলার পায়ে গুলি লেগেছে তাঁর স্বামীরও একই দাবি। আক্রান্ত মহিলার স্বামী জাহিদ খান বলেন, ‘মুক্তারের লোকজনই আছে এর পিছনে। ওরা হেরোইন ব্যবসার সঙ্গে যুক্ত। ওরাই জব্বরের উপর গুলি ছোঁড়ে। সেই গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়ে আমার স্ত্রীর পায়ে লাগে। আমরা চাই এ সমস্ত অসামাজিক কাজকর্ম বন্ধ হোক।’