এবছর ভারতের স্বাধীনতার হীরক জয়ন্তী বর্ষ। ঘটা করে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করছে মোদী সরকার। দেশবাসীর কাছে কেন্দ্রের আর্জি, ২রা আগস্ট থেকে ১৫ই আগস্ট সময়কালে সকলেই যেন তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ভারতের জাতীয় পতাকার ছবি পোস্ট করেন। মঙ্গলবারই ‘হর ঘর তেরঙ্গা’ উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদী নিজের ডিপি বদলান। বুধবার সকালে নিজের টুইটার ডিপি বদলে ফেলতে দেখা গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেও। কিন্তু সেই ছবিতে কেবল তেরঙ্গা নেই। রয়েছে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ছবিও।
পাশাপাশি প্রাক্তন কংগ্রেস সভাপতি লিখেছেন, ”দেশের গর্ব, আমাদের তেরঙ্গা/ প্রতিটি হিন্দুস্তানির হৃদয়ে,আমাদের তেরঙ্গা।” উল্লেখ্য, রাহুলের এই পোস্টের মধ্যে বিজেপিকে সূক্ষ্ম কটাক্ষ করা হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। একদিকে তেরঙ্গার ছবি রাহুল ব্যবহার করেছেন ডিপি হিসেবে। অন্যদিকে নেহরুর ছবি ব্যবহার করে তিনি যেন বিজেপি সরকারকে মনে করিয়ে দিতে চাইলেন দেশের প্রথম প্রধানমন্ত্রীর কথাও। দেশের স্বাধীনতা সংগ্রামে কংগ্রেসের অবদানের কথাও তিনি ইঙ্গিতে বলতে চাইলেন বলেই অনুমান রাজনৈতিক কারবারিদের।