সংসদের বাইরে টুইট-যুদ্ধে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার নির্মলা মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে বলতে শুরু করলে তৃণমূল সাংসদরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছিলেন। সেই নিয়ে খোঁচা দিয়ে ডেরেককে ট্যাগ করে টুইট করেন নির্মলা। তার জবাবেই পালটা কটাক্ষ ছুঁড়ে দেন ডেরেক।
মঙ্গলবার টুইট বার্তায় নির্মলা লেখেন, ‘ডেরেক ও’ব্রায়েন আপনি তো সেই মুহূর্তে বাইরে বেরিয়ে গেলেন যখন আমি বলছিলাম যে জিএসটি লাগু করার আগে বাংলায় পনিরে ভ্যাট ধার্য করা ছিল। কিন্তু আপনি রাজ্যসভা ছেড়ে চলে গেলেও আমি আপনার উত্থাপিত সকল ইস্যু, সেস, এলপিজি, জিএসটি এবং ভারতীয় মুদ্রা নিয়ে কথা বলেছি। দয়া করে সময় বের করে নয়ে সংসদ টিভিতে তা দেখে নেবেন।’
এর জবাবে ডেরেক টুইটে লেখেন, ‘মোদী সরকারের থেকে এটাই প্রত্যাশিত। যে মুহূর্তে আমি আমার ১৪ মিনিটের বক্তৃতা দিতে উঠলাম, সেই মুহূর্তে সরকারের অর্থমন্ত্রী রাজ্যসভা ছেড়ে চলে গেলেন। তৃণমূল কংগ্রেস এখনও জবাব খুঁজছে আর তারা এখন টুইটারে বিবাদ খুঁজছে। সংসদে আমরা মূল্যবৃদ্ধি, জিএসটি সহ যে ৬টি ইস্যু উত্থাপন করেছিলাম, তার কোনওটিরই তিনি (নির্মলা সীতারামন) বিশ্বাসযোগ্যভাবে সাড়া দেননি। হ্যাপি টুইটিং।