২০২১ সালের ১৪ মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয় সূর্যকুমারের। সেই হিসাবে দেড় বছরের মধ্যেই আইসিসির ব্যাটারদের ক্রমতালিকায় দু’নম্বরে উঠে এলেন। অভিষেকের পর থেকেই ভাল ছন্দে রয়েছেন সূর্য। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও দু’টি টি-টোয়েন্টি ম্যাচ বাকি রয়েছে ভারতের। সেই দু’টি ম্যাচেও ছন্দ ধরে রাখতে পারলে বাবরকে টপকে শীর্ষে উঠে আসতে পারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলে নজির গড়েছেন সূর্যকুমার। বাবর আজমের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন বিধ্বংসী সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি ক্রিকেটে আইসিসির ব্যাটারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সূর্যকুমার। পাক অধিনায়কের সংগ্রহ ৮১৮ পয়েন্ট। ভারতীয় ব্যাটারের ৮১৬ পয়েন্ট।
উল্লেখ্য, গত ইংল্যান্ড সফরে ভারতের পঞ্চম ব্যাটার হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করেন সূর্যকুমার। আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় সূর্যকুমার দ্বিতীয় স্থানে উঠে এলেও প্রথম ১০ জনের মধ্যে আর কোনও ভারতীয় নেই। তাঁর পর ঈশান কিশন ১৪, রোহিত শর্মা ১৬ এবং লোকেশ রাহুল ২০ নম্বরে রয়েছেন। আরও এক ধাপ নেমে ২৮ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৭৬ রান করেছেন সূর্যকুমার। এই ইনিংসেও একটি নজির গড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটের এক ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ রান করলেন তিনি। টপকে গেলেন ঋষভ পন্থকে।