এবার মোদী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন খোদ মোদীরই সহোদর! তৃণমূলের দ্বারস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ ভাই মোদী। বুধবার তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দিল্লীর বাসভবনে হাজির হলেন তিনি। প্রহ্লাদ ভাই মোদী অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় খাদ্য ও উপভোক্তা গণবণ্টন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান। তাই কিছু সমস্যা নিয়ে সুদীপের সঙ্গে আলোচনা করতে এসেছিলেন প্রহ্লাদ ভাই।
প্রসঙ্গত, মঙ্গলবার যন্তর-মন্তরে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলনে নামেন প্রহ্লাদ ভাই মোদী। অভিযোগ জানান যে, রেশন ডিলারদের পর্যাপ্ত কমিশন দেওয়া হচ্ছে না। পাশাপাশি রেশন রেশন ডিলারদের করোনা যোদ্ধা ঘোষণার দাবি জানান তিনি। বারবার বলা সত্ত্বেও নির্বিকার মোদী সরকার। মেলেনি সুরাহা। নেওয়া হয়নি কোনো উপযুক্ত পদক্ষেপ। উল্লেখ্য, বাংলার রেশন মডেল সারা দেশে তুলে ধরার কথা বলেন প্রহ্লাদ ভাই।