পদকের আশা জিইয়ে রাখল ভারতের মেয়েরা। চলতি কমনওয়েলথ গেমসে মহিলাদের হকির সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। গ্রুপ লিগের শেষ ম্যাচে কানাডাকে ৩-২ গোলে হারালেন সবিতা পুনিয়ারা। বুধবার বক্সিংয়েও একাধিক পদক নিশ্চিত করলেন ভারতীয় বক্সাররা। এদিন সেমিফাইনালে পৌঁছতে গ্রুপের শেষ ম্যাচে জিততেই হত ভারতের মহিলা হকি দলকে। টোকিয়ো অলিম্পিক্সে চতুর্থ হওয়া ভারতীয় দলকে অবশ্য জিততে হল বেশ লড়াই করে। দাপটেই খেলা শুরু করে ভারতীয় দল। প্রথম ২২ মিনিট প্রায় এক তরফা খেলেন সবিতারা। ম্যাচের তিন মিনিটে সালিমা তেতে এবং ২২ মিনিটে নবনীত কউর এগিয়ে দেন ভারতকে। ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি কানাডা। পাল্টা আক্রমণে ভারতীয় রক্ষণে চাপ বাড়ায় তারা।
এরপর ২৩ মিনিটে ব্রিনি স্টেয়ার্স এবং ৩৯ মিনিটে হানা হাউনের গোলে সমতা ফেরায় কানাডা। ২-২ হওয়ার পর ভারতের সঙ্গে সমানে সমানে লড়াই করে কানাডা। ৫১ মিনিটে লালরেমসিয়ামি ভারতের হয়ে তৃতীয় গোল করেন। কানাডার গোলরক্ষক রোয়ান হ্যারিস পেনাল্টি কর্নার বাঁচান। ফিরতি বলে গোল করেন লালরেমসিয়ামি। ভারতের প্রথম গোলটিও পেনাল্টি কর্নারের ফিরতি বল থেকেই। ম্যাচের শেষ পর্যন্ত গোল শোধ করতে মরিয়া লড়াই চালায় কানাডা। কারণ ম্যাচ অমীমাংসিত রাখতে পারলেও সেমিফাইনালে চলে যেত তারা। শেষ পর্যন্ত অবশ্য তা হয়নি। ৩-২ ব্যবধানে জিতে শেষ চারের টিকিট পাকা করল ভারত। অন্য দিকে, বক্সিংয়ে নিশ্চিত হয়েছে দু’টি পদক। পুরুষদের ৫৭ কেজি বিভাগে সেমিফাইনালে উঠেছেন হুসামুদ্দিন মহম্মদ। তিনি নামিবিয়ার প্রতিপক্ষকে হারিয়েছেন ৪-১ ব্যবধানে। মহিলাদের ৪৮ কেজি বিভাবে শেষ চারে জায়গা করে নিয়েছেন ২১ বছরের নীতু গাংঘাস। নর্দান আয়ারল্যান্ডের নিকোলে ক্লাইডকে হারিয়েছেন তিনি।