গত শনিবার হাওড়ায় ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের গাড়ি থেকে প্রায় ৪৯ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এই টাকায় বিজেপি ঘোড়া কেনাবেচা করতে চেয়েছিল বলে অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল থেকে কংগ্রেস। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে বাংলার সিআইডি। তবে তদন্তের জন্য দিল্লীতে তল্লাশি চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছিল তাদের। আর এবার আসামেও আটক করা হল বাংলার পুলিশকে! হাওড়ায় গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের তিন বিধায়কের সিসিটিভি ফুটেজ গুয়াহাটি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে চাওয়ার সময় সিআইডির ইন্সপেক্টর-সহ চার জনকে আটক করার অভিযোগ উঠল আসাম পুলিশের বিরুদ্ধে।
প্রসঙ্গত, শনিবার রাতে ঝাড়খণ্ডের তিন বিধায়কের গাড়ি থেকে টাকা উদ্ধার হওয়ার পর তাঁদের গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। ওই ঘটনার তদন্তে নেমে বুধবার কিছু সিসিটিভি ফুটেজ উদ্ধারে গুয়াহাটি বিমানবন্দরে গিয়েছিল সিআইডি। সেখানে আচমকাই অসম পুলিশ চলে এসে সিআইডি আধিকারিকদের আটক করে বলে অভিযোগ। সিআইডির তরফে দাবি, তদন্তকারীদের জোর করে গাড়়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সিআইডি সূত্রে খবর, গত সপ্তাহে বৃহস্পতিবার গুয়াহাটি গিয়েছিলেন ওই তিন বিধায়ক। পর দিন, অর্থাৎ শুক্রবার তাঁরা কলকাতায় আসেন।
এক রাতের জন্য কেন তাঁরা আসামে গিয়েছিলেন, জেরায় তার সন্তোষজনক উত্তর দিতে পারেননি তাঁরা। তারই খোঁজ করতে সিআইডির দল গুয়াহাটি বিমানবন্দরে গিয়েছিল বলে সূত্রের খবর। সিদ্ধার্থ মজুমদার নামে এক ব্যবসায়ী খোঁজে দিল্লীর সাউথ ক্যাম্পাস থানা এলাকাতেও বুধবার গিয়েছিলেন তদন্তকারীরা। সেখানেও দিল্লী পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে তাঁদের। সিআইডির দাবি, সাউথ ক্যাম্পাস থানাকে আগে থেকে জানানো হয়েছিল। সার্চ ওয়ারেন্টও ছিল তদন্তকারীদের কাছে। তার পরেও তাঁদের ‘বাধা’ দেওয়া হয়েছে।